রোভার অঞ্চলের রংপুর বিভাগীয় সাংগঠনিক ওয়ার্কশপ অনুষ্ঠিত

প্রকাশ : ১১ মে ২০২৩, ১৩:১৯ | অনলাইন সংস্করণ

  রংপুর ব্যুরো

বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের পরিচালনায় এবং রংপুর জেলা রোভারের ব্যবস্থাপনায় রংপুর বিভাগীয় সাংগঠনিক ওয়ার্কশপ মঙ্গলবার (৯ মে) দিনব্যাপী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সহঃসভাপতি ও ওয়ার্কশপ পরিচালক প্রফেসর সন্তোষ কুমার চৌধুরী-এলটি এর সভাপতিত্বে ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সের উদ্বোধন করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ। প্রধান স্কাউট ব্যাক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সম্পাদক প্রফেসর মুহম্মদ এনামুল হক খান। 

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের উপ-পরিচালক এ এইচ এম মহসিন, বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের রংপুর বিভাগীয় রোভারনেতা প্রতিনিধি কাজী জাকিউল ইসলাম, রংপুর জেলা রোভারের কমিশনার প্রফেসর ড. আরেফিনা বেগম, জেলা রোভার সম্পাদক মহাদেব কুমার গুন, জেলা রোভার লিড়ার আব্দুর রহমান মিন্টু প্রমূখ।  

ওয়ার্কশপে রংপুর বিভাগের স্কাউটিং কার্যক্রমের গতিশীলতা ধরে রাখতে ও বিভাগের ৮ জেলার রোভার স্কাউটিং কার্যক্রম সম্প্রসারণে বিভিন্ন বিষয় তুলে ধরে সুপারিশমালা প্রণয়ন করা হয়। বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের আওতাধীন রংপুর বিভাগের ৮ জেলার জেলা রোভার কমিশনার, জেলা সম্পাদক, সহঃ কমিশনার (সংগঠন ও বিধি), সহকারি কমিশনার (গার্ল-ইন স্কাউটিং) ও জেলা রোভার স্কাউট লিডারবৃন্দ দিনব্যাপী এ ওয়ার্কশপে প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেন।