ঘূর্নিঝড় ‘মোখা’ মোকাবিলায় পিরোজপুরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

প্রকাশ : ১১ মে ২০২৩, ১৮:১৯ | অনলাইন সংস্করণ

  পিরোজপুর প্রতিনিধি

 

বঙ্গোপসাগরে উদ্ভূত নিম্নচাপ হতে সৃষ্ট ঘূর্নিঝড় ‘মোখা’ মোকাবিলায় পিরোজপুর জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১১ মে) দুপুর ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে এসময় পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মনিরা পারভীন ও সিভিল সার্জনের প্রতিনিধিসহ বিভিন্ন বিভাগ, গনমাধ্যম কর্মী, রেডক্রিসেন্ট, কৃষি, পানি উন্নয়ন বোর্ড, ফায়ার সার্ভিস ও বিদ্যুৎসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন এসময় উপস্থিত ছিলেন।

এসময় পিরোজপুর জেলার দূর্যোগের সম্ভাব্য প্রভাব এবং দুর্যোগের ক্ষয়ক্ষতি হ্রাসকল্পে করণীয় সম্পর্কে বক্তারা তাদের মতামত দেন এবং বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। এগুলোর মধ্যে ছিল-জেলার ৭টি উপজেলায় ৫৩টি ইউনিয়নে ২১৩টি সাইক্লোন শেল্টারকে সম্পূর্ন প্রস্তুত রাখা, রেডক্রিসেন্টের ১৭শ’ সিপিসিকে প্রস্তুত রাখা, জিআর চাল, নগদ টাকা, শুকনো খাবার, পানি বিষুদ্ধকরন ট্যাবলেট, বিদ্যুৎ, নলকূপ সচল রাখাসহ ফায়ার সার্ভিসকে প্রস্তুত রাখা। এছাড়াও জেলার ৫৩টি ইউনিয়ন, ৭টি উপজেলাসহ জেলায় ৬১টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে।