ঢাকা ০৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জের যমুনা নদীতে বজ্রপাতে মাঝি নিহত

সিরাজগঞ্জের যমুনা নদীতে বজ্রপাতে মাঝি নিহত

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীর হাটাইল চর এলাকায় বজ্রপাতে মাঝি সাদ্দাম হোসেন (৩৫) নিহত হয়েছে। সে ওই গ্রামের আজাহার সিকদারের ছেলে।

চৌহালী থানার ওসি হারুনর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, বুধবার বিকেলে যমুনা নদীর ভূতের মোড় থেকে হাটাইল চরে আসার সময় নদীপাড়ের কাছাকাছি পৌঁছলে সেখানে বজ্রপাত হয়। এ সময় নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হয় মাঝি সাদ্দাম হোসেন। এরপর পরিবারের লোকজন ও স্থানীয়রা নদীতে জাল দিয়ে বহু খোঁজাখুঁজি করা হয় এবং ওইদিন সন্ধ্যায় যমুনা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে এবং কোন অভিযোগ না থাকায় তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সিরাজগঞ্জ,যমুনা,বজ্রপাত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত