ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ঈশ্বরগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায় করায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

ঈশ্বরগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায় করায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায় ও যানজট ঠেকাতে মাঠে নেমেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১১ এপ্রিল) দুপুরে ঈশ্বরগঞ্জ পৌর এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান ।

নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নেওয়ায় দুই চালককে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে এবং ভাড়ার তালিকা প্রদর্শন না করে গাড়ি চলাচল করার জন্য সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন এই নির্বাহী ম্যাজিস্ট্রেট।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান গণমাধ্যমকর্মীদের বলেন, ‘কোনোভাবেই যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া নেওয়া যাবে না। যারা নেবে তাঁদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। নিয়মিত মোবাইল কোর্টের মাধ্যমে এমন অভিযান অব্যাহত থাকবে।’

কোন কোন বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখা হবে, এমন প্রশ্নের মাহবুবুর রহমান বলেন, ‘বেশি ভাড়া নেওয়া, গাড়ির রুট পারমিট, গাড়ির ফিটনেস ও কাগজপত্র ঠিক আছে কি-না, যানজট নিরসনে এসব বিষয় দেখা হবে।’

অতিরিক্ত ভাড়া,অর্থদণ্ড,ভ্রাম্যমাণ আদালত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত