ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ফেনীতে ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় সরকারি কর্মকর্তাদের সকল ছুটি বাতিল

ফেনীতে ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় সরকারি কর্মকর্তাদের সকল ছুটি বাতিল

ফেনীর সোনাগাজীতে ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবেলায় সকল সরকারি কর্মকর্তার ছুটি বাতিল করেছেন ফেনী জেলা প্রশাসক। এছাড়া প্রস্তুত করা হয়েছে ৪৩টি আশ্রয়ণ কেন্দ্র।

বৃহস্পতিবার (১১ মে) বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক আবু সেলিম মহামুদ উল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসানের সভাপতিত্বে উক্ত সভায় বিশেষ অতিথি ছিলেন ফেনীর পুলিশ সুপার মো. জাকির হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক, পৌরসভার মেয়র, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন, সহকারী পুলিশ সুপার মোহাম্মদ তাসলিম হুসাইন, সহকারী কমিশনার (ভূমি) এস এম অনীক চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান সাখাওয়াতুল হক বিটু, সোনাগাজী মডেল থানার অফিসার ইন-চার্জ মুহাম্মদ খালেদ হোসেন দাইয়্যান, চরমজলিশপুর ইউপি চেয়ারম্যান এম এ হোসেন, বগাদানা ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন বাবুল, মঙ্গলকান্দি ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন বাদল, চরদরবেশ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টু, সদর ইউপি চেয়ারম্যান উম্মে রুমা, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান আজিজুল হক হিরন, নবাবপুর ইউপি চেয়ারম্যান জহিরুল আলম জহির, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যম কর্মীবৃন্দ।

ঘূর্ণিঝড় মোকা মোকাবিলায় রেড ক্রিসেন্ট সোসাইটি, মেডিকেল টিম, আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগ, ইসলামীক ফাউন্ডেশন, উপজেলা প্রশাসক, আনসার ভিডিপি, জরুরি খাদ্য সরবরাহ সহ প্রয়োজনীয় সকল বিভাগকে প্রস্তুত রাখা হয়েছে। সোনাগাজী উপজেলার সকল জনপ্রতিনিধিকে ঘূর্ণিঝড় প্রভাবিত এলাকায় সর্বদায় প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

ঘূর্ণিঝড়,কর্মকর্তার ছুটি,বাতিল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত