ঢাকা ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

নাটোরে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নাটোরে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নাটোরে স্বপ্না খাতুন (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১২ মে) বেলা ১১টার দিকে শহরের চকরামপুর এলাকা থেকে ওই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়

নিহত স্বপ্না খাতুন (১৯) নলডাঙ্গা উপজেলার পাটুল হাপানিয়া গ্রামের মোতালেব হোসেনের মেয়ে এবং শহরের চকরামপুর এলাকার রনি সোনারের স্ত্রী।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ জানান, দুই বছর আগে নলডাঙ্গা উপজেলার পাটুল হাপানিয়া গ্রামের মোতালেব হোসেনের মেয়ে স্বপ্না খাতুনের সঙ্গে শহরের চকরামপুর এলাকার চাকরিজীবী রনি সোনারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই অর্থনৈতিক নানা বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া চলে আসছিল। পরে শুক্রবার ভোর রাতে স্বপ্না তার ভাই সজিবকে ফোন করে তাকে নিয়ে যেতে বলে। এরপর সকালে ঘরের সিলিংয়ে স্বপ্নার ঝুলন্ত মরদেহ দেখতে পায় পরিবারের লোকজন। স্বপ্নার পরিবারের অভিযোগ তাকে হত্যা করা হয়েছে। তবে স্বপ্নার শ্বশুড়বাড়ির লোকজন এ অভিযোগ অস্বীকার করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। মৃত্যুর বিষয়টি তদন্ত করে আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

গৃহবধূর,ঝুলন্ত মরদেহ,উদ্ধার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত