সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার উত্তর ফরিদপুর এলাকায় অভিযান চালিয়ে স্বামী-স্ত্রীসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- ওই উপজেলার উত্তর ফরিদপুর গ্রামের ফজলুর রহমান (৫৪), বৈকন্ঠপুর গ্রামের জাহিদুল ইসলাম জাহিদ (৩৫) ও তার স্ত্রী ঝর্ণা খাতুন (২৫)। রায়গঞ্জ থানার ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাস এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বিপিএম (বার), পিপিএম (বার), দিক নির্দেশনায় বৃহস্পতিবার গভীর রাতে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫ কেজি গাজা উদ্ধার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
এদিকে, ওইদিন সন্ধায় একই এলাকার চর ব্রাহ্মণবাড়িয়া গ্রামের ওয়ারেন্ট ভুক্ত আসামী রিপন শেখকে (৩০) গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়েছে।