নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় বাসস্ট্যান্ড মিজমিজি এলাকাস্থ রাজ টিম্বার এন্ড ‘স’ মিল এর সামনে পাকা রাস্তার উপর শুক্রবার (১২ মে) বিকেল সাড়ে ৩টার দিকে অভিযান পরিচালনা করে ২ টি কাঁধ ব্যাগ এর মধ্যে বিশেষ কৌশলে মাদকদ্রব্য বহনকালে ১৮ (আঠার) কেজি গাঁজাসহ ২ (দুই) মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে গ্রেফতার করেছে র্যাব-১১ এর একটি টিম।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন- কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার সাবেপাড়া এলাকার মোঃ আনোয়ার ও লিজা আক্তার দম্পতির পুত্র জুয়েল ওরফে রাব্বি (২৩) ও একই এলাকার সিরাজ মিয়া ও পিয়ারা বেগম দম্পতির পুত্র হৃদয় (২০)।
শুক্রবার রাতে র্যাব-১১ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা জানায় যে, দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গাঁজা অভিনব পন্থায় কুমিল্লা জেলা হতে সংগ্রহ করে নারায়ণগঞ্জের আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।