ঢাকা ০৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে জেলা জজ আদালতে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স 

সিরাজগঞ্জে জেলা জজ আদালতে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স 

সিরাজগঞ্জে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির আয়োজনে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জেলা জজ আদালতে শহীদ সোহেল আহমেদ ও জগন্নাথ পাঁড়ে স্মৃতি সম্মেলন কক্ষে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রট মোহাম্মদ রাশেদ তালুকদারের সভাপতিত্বে এ কনফারেন্সে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তমাল হোসেন, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেলাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার সামিউল আলম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শহারিয়ার শহীদ বাপ্পী, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নাহিদ রহমান শরীফ, গোলাম রব্বানী ও আজিজুর রহমান, পিপি আব্দুর রহমান, আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার পারভেজ লিমন, আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরিদুল ইসলাম, কোর্ট পরিদর্শক মোস্তফা কামাল, সদর থানার ওসি হুমায়ুন কবির, কাজিপুর থানার ওসি শ্যামল কুমার দত্ত, উল্লাপাড়া মডেল থানার ওসি নজরুল ইসলাম, ওসি (ডিবি) রওশন আলী প্রমূখ।

এসময় বক্তারা ন্যায় বিচারের স্বার্থে বিভিন্ন দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

এ কনফারেন্সে জেলার সবকয়টি থানার ওসি, বিচার বিভাগের কর্মকর্তা-কর্মচারিগণ, প্রেসক্লাবের প্রতিনিধি প্রবীণ সাংবাদিক এস, এম তফিজ উদ্দিন ও স্বপন চন্দ্র দাস উপস্থিত ছিলেন।

সিরাজগঞ্জ,ম্যাজিস্ট্রেসি,পুলিশ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত