সিরাজগঞ্জে ৬ দিন ধরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ
প্রকাশ : ১৪ মে ২০২৩, ০৭:৪৮ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বড়ধুল গ্রামের মাদ্রাসা ছাত্র হাফেজ ইয়াসিন মোল্লা (১২) ৬ দিন যাবত নিখোঁজ হয়েছে।
সে ওই গ্রামের আব্দুল আজিজ মোল্লার ছেলে ও একই এলাকার শেরনগর শাহী মাদ্রাসার ছাত্র।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঈদের ছুটি শেষে ওই মাদ্রাসায় চলে যায় হাফেজ ইয়াসিন। এরমধ্যে এক বার সে বাড়িতে আসে এবং আবার মাদ্রাসায় চলে যায়। মঙ্গলবার বিকেলে মাদ্রাসা থেকে জানানো হয় ইয়াসিনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাকে বহু খোঁজাখুজি করে এখনও সন্ধ্যান মেলেনি।
বেলকুচি থানার ওসি আসলাম হোসেন আলোকিত বাংলাদেশকে জানান, এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় এখনও অবহিত করা হয়নি। তবে বিষয়টি জানানো হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।