সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে হামলা ও মারপিটে নারী নেত্রীসহ ১৭ জন আহত হয়েছে। এ ঘটনায় সেখানে পুলিশ মোতায়েন ও টহল জোরদার করা হয়েছে।
বেলকুচি থানার ওসি আসলাম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, উপজেলা আওয়ামীলীগের দু’গ্রুপের মধ্যে দলীয় কোন্দল চলে আসছিল দীর্ঘদিন ধরে। শনিবার বিকেলে (এমপি গ্রুপ) দলীয় নেতারা ওই কার্যালয়ে মিটিং আহবান করে। এ মিটিং শুরু হলে একপর্যায়ে (পৌর মেয়র গ্রপ) নেতাকর্মীরা এমপি গ্রুপের উপর হামলা ও মারপিট চালায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এতে যুবলীগের নারী নেত্রীসহ কমপক্ষে ১৭ জন আহত হয়েছে। আহতদের ৯ জনকে স্থানীয় হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে একজন সাংবাদিকও আহত হন।
এ হামলার ঘটনা অস্বীকার করেছে মেয়রগ্রুপ।
এদিকে আবারো সংঘর্ষের আশংকায় দলীয় কার্যালয়সহ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন টহল জোরদার করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।