ঢাকা ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

সিরাজগঞ্জে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চৌবাড়ী দক্ষিণপাড়া গ্রামে স্ত্রীকে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছে। তারা হলেন- ওই গ্রামের সবের মোল্লার ছেলে শফিকুল ইসলাম (২১) ও তার স্ত্রী নূরী খাতুন (১৯)। কামারখন্দ থানার ওসি নূরনবী প্রধান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, শফিকুল পেশায় একজন রাজমিস্ত্রী ছিল এবং এর আগেও সে ২টি বিয়ে করেছিলো। নূরী ছিলো শফিকুলের তৃতীয় স্ত্রী। রোববার (১৪ মে) সকালে দীর্ঘ সময় পার হলেও ঘুম থেকে না ওঠায় শফিকুলের বাবা তাদের অনেক ডাকাডাকি করে। কোন সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে দেখা যায় তার ছেলে শফিকুল নিজের ঘরের তীরের সাথে ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে ও তার স্ত্রীর লাশ ঘরের মেঝেতে পড়ে আছে। পুলিশ ঘটনাস্থালে গিয়ে তাদের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দাম্পত্য কলহের জেরে শফিকুল তার স্ত্রীকে হত্যার পর নিজে আত্মহত্যা করেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

সিরাজগঞ্জ,হত্যা,আত্মহত্যা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত