ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মেয়র গ্রুপ-এমপি গ্রুপ সংঘর্ষ

সিরাজগঞ্জে অর্ধশতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার ২

সিরাজগঞ্জে অর্ধশতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার ২

সিরাজগঞ্জের বেলকুচিতে আওয়ামী লীগের (এমপি) গ্রুপের উপর (পৌর মেয়র) গ্রুপের হামলার ঘটনায় মামলা হয়েছে। এ মামলায় মেয়র সাজ্জাদুল হক রেজাসহ অর্ধশতাধিক দলীয় নেতাকর্মীকে আসামি করা হয়েছে। পুলিশ এ মামলায় ২ নেতাকে গ্রেফতার করেছে । তারা হলো, বেলকুচি পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ড আ’লীগের সভাপতি রমজান আলী ও উপজেলা যুবলীগের সাবেক সদস্য সোহেল রানা।

বেলকুচি থানার ওসি আসলাম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, শনিবার বিকেলে উপজেলা আ’লীগ কার্যালয়ে দলীয় বৈঠক চলছিল।

এ সময় মেয়র গ্রুপের লোকজন এমপি গ্রুপের উপর হামলা করে। একপর্যায়ে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের ১৭ জন নেতাকর্মী আহত হয়। এ ব্যাপারে পৌর এলাকার ৮ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আল-আমিন সরকার বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় এ মামলা দায়ের করেন।

এদিকে মেয়র সাজ্জাদুল হক রেজা বলেন, শনিবার বিকেলে দলীয় কার্যালয়ে সন্ত্রাসী কর্মকান্ড চালানোর পর রোববার সকালে এমপি সমর্থকরা বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম তালুকদারের গ্রামের বাড়িতে হামলা চালিয়েছে। এ সময় ওই পরিবারের কয়েকজন আহত হয়েছে। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এদিকে সংবাদ সংগ্রহ করতে গিয়ে স্থানীয় ২ সাংবাদিক লাঞ্চিত হয়েছেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন জোরদার করা হয়েছে।

সিরাজগঞ্জ,আওয়ামী লীগ,হামলা,মামলা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত