ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ধোবাউড়ায় বৃদ্ধ কৃষক খুনের ঘটনায় প্রধান আসামি গ্রেফতার

ধোবাউড়ায় বৃদ্ধ কৃষক খুনের ঘটনায় প্রধান আসামি গ্রেফতার

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় গভীর রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে বৃদ্ধ কৃষক লস্কর আলী (৬৩) খুনের মামলার প্রধান আসামি মো: রফিকুল ইসলাম (৪০) কে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)-১৪।

রোববার (১৪ মে) সকালে পার্শ্ববর্তী নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এরপর বিকালে আসামি রফিকুল ইসলামকে ধোবাউড়া থানা পুলিশের কাছে হস্থান্তর করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-১৪ এর সিনিয়র সহকারী পরিচালক মো: আনোয়ার হোসেন।

আসামি রফিকুল ইসলাম ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গামারীতলা ইউনিয়নের দক্ষিণ গামারীতলা গ্রামের আব্দুর রশিদের ছেলে।

র‌্যা-১৪ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, লস্কর আলীর সাথে আসামিদের জমি নিয়ে বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরে গত ৩ মে রাতে লস্কর আলীকে ঘুম থেকে ডেনে নিয়ে ছুরিকাঘাত করে আসামিরা। এ ঘটনার কিছুক্ষন পর লস্কর আলী রক্তাক্ত অবস্থায় বাড়ী ফিরলে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার দুইদিন পর গত ৫ মে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ ঘটনায় নিহতের স্ত্রী রহিমা বেগম বাদী হয়ে রফিকুল ইসলামকে প্রধান আসামি করে থানায় মামলা করেন। ওই মামলায় আসামিরা পলাতক ছিল। এরপর গোপন সংবাদে মামলার প্রধান আসামিকে গ্রেফতার করা হয়।

কৃষক,খুনের মামলা,প্রধান আসামি,গ্রেফতার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত