পাবনায় চারদিনের রাষ্ট্রীয় সফরের প্রথমদিন পিতা-মাতার কবর জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন। সোমবার (১৫ মে) বেলা ১টা ৪৫ মিনিটে পাবনা শহরের আরিফপুর কেন্দ্রীয় কবরস্থানে উপস্থিত হয়ে পিতা-মাতার কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ এবং বিশেষ মোনাজাত করেন।
এর আগে দুপুর ১টা ৩৫ মিনিটে পাবনা জেলা পরিষদের বঙ্গবন্ধু চত্ত্বরের নাম ফলক উদ্বোধন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতির পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি। এরপর বেলা ২ টায় স্কয়ার বাগানবাড়িতে পারিবারিক সমাধিস্থলে পুষ্পার্ঘ্য অর্পণ ও প্রার্থনায় অংশ নেন।
সোমবার (১৫ মে) ঢাকা থেকে হেলিকপ্টারযোগে পাবনার শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে দুপুর ১২টা ০৮ মিনিটে এসে পৌঁছান রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন। এসময় ডেপুটি স্পীকার শামসুল হক টুকু, নাগরিক কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু, জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল, সাধারন সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি ও পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান তাঁকে অভ্যর্থনা জানান। এরপর পাবনা সার্কিট হাউজে উপস্থিত হয়ে গার্ড অব অনার গ্রহণ করেন। পাবনার জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
রাষ্ট্রপতির প্রটোকল অফিসার নবিরুল ইসলাম স্বাক্ষরিত সফরসূচি থেকে জানা গেছে, আগামীকাল মঙ্গলবার (১৬ মে) সকাল ১০টায় পাবনার বিসিক শিল্পনগরীতে স্কয়ার সাইন্স এন্ড লাইফ প্ল্যান্ট উদ্বোধন করবেন। বেলা ১১টায় পাবনা প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন এবং বেলা ৩টায় সরকারি অ্যাডওয়ার্ড কলেজ মাঠে নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন। বুধবার (১৭ মে) বেলা ১১টায় পাবনা ডায়াবেটিক সমিতি পরিদর্শন করবেন। বিকেল ৪টায় জেলা ও দায়রা জজ আদালতের যাদুঘর, বঙ্গবন্ধু কর্ণার, বঙ্গবন্ধু ম্যুরাল উদ্বোধন এবং আইনজীবীদের সঙ্গে মতবিনিময় করবেন। এছাড়া বিকেলে ৫টায় শহরের বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন চুপ্পু বিনোদন পার্ক পরিদর্শন করবেন।
রাষ্ট্রপতি বৃহস্পতিবার (১৮ মে) সকাল সাড়ে ১১টায় পাবনা সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ শেষে ১১টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন।
পাবনার পুলিশ সুপার (এসপি) আকবর আলী মুন্সী বলেন, রাষ্ট্রপতির পাবনা সফরকে কেন্দ্র করে সর্বোস্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
পাবনার জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন এসব তথ্য নিশ্চিত করে বলেন, রাষ্ট্রপতির পাবনা সফর সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সফল করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এদিকে, দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আগমনকে ঘিরে পুরো পাবনা জুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। সর্বত্র ব্যানার-ফেস্টুন ও তোরণে ছেয়ে গেছে সড়ক-মহাসড়কগুলো। পুরনো ভবনগুলো নতুন রঙে রঙিন হয়ে উঠেছে। শহরের দালান, দোকান, বাগান আলোকসজ্জায় ভিন্ন চেহারা ধারণ করেছে। রাষ্ট্রপতির যাতাযাতের সড়ক ও পরিদর্শনের স্থানগুলো মেরামত, পরিষ্কার পরিচ্ছন্নতা, সৌন্দর্য বর্ধন করা হয়েছে। দলমত নির্বিশেষে সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।