নাটোরে সড়ক দুর্ঘটনায় সাবেক সেনা সদস্যের মৃত্যু
প্রকাশ : ১৫ মে ২০২৩, ১৬:৫৫ | অনলাইন সংস্করণ
নাটোর প্রতিনিধি
নাটোরের নলডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় শাহিন আলম (৭০) নামের এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ মে) বেলা ১১টার দিকে উপজেলার শেরকোল-নলডাঙ্গা সড়কের আঁচড়াখালী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহিন আলম (৭০) সিংড়া উপজেলার রাকসা গ্ৰামের আকবর আলীর ছেলে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সোমবার (১৫মে) সকালে জমি-জমা সংক্রান্ত কাজে অটোভ্যান যোগে শাহিন আলম বিপরুল ইউনিয়নের তহশীল অফিসে যাচ্ছিলেন। পথে আঁচড়াখালী এলাকায় পৌঁছালে নলডাঙ্গা থেকে আসা একটি গরুবাহী ভটভটির সাথে শাহিন আলমকে বহনকারী অটো ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শাহিন ছিটকে রাস্তায় পড়ে যায়। এসময় গরুবাহী ভটভটিটি শাহিনকে চাপা দিয়ে চলে যায়। এতে চাকায় পিষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ বিষয়ে পরিবারের কোনো অভিযোগ নেই।