সিরাজগঞ্জে ছয় বছরের শিশু ছাত্রীকে আমের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে হাসান (১৮) নামে এক যুবকের বিরুদ্ধে। শাহজাদপুর উপজেলার পুরনার টেপরি গ্রামে এ ঘটনা ঘটে।
শাহজাদপুর থানার ওসি নজরুল ইসলাম মৃধা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, রোববার (১৫ মে) বিকেলে ওই শিশু বাড়ির আঙ্গিনার খেলা করছিল। এ সুযোগে ওই যুবক তাকে আমের প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করে। পরে ওই শিশুকে (নাম লেখা হলোনা) হাতে আম দিয়ে বাড়ি পাঠানো হয়। এ সময় পরিবারের লোকজন তার অসুস্থতা পরিলক্ষিত করে। পরে সে জানায়, প্রতিবেশী হাসান তাকে আমের প্রলোভন দেখিয়ে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেছে। ওই রাতে গ্রামের কতিপয় প্রভাবশালী লোকজন এ ঘটনার আপোষে ব্যর্থ হয়।
পুলিশ ওইদিন রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে। এ ব্যাপারে সোমবার সকালে ওই শিশুর বাবা বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেছে এবং দুপুরে ওই শিশুকে চিকিৎসা ও তার ডাক্তারি পরীক্ষার জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে অভিযূক্ত আসামী হাসানকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে তিনি উল্লেখ করেন।