সিরাজগঞ্জ-ঈশ্বরদী রেল লাইনের কামারখন্দ উপজেলার জামতৈল এলাকায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবক এরশাদ শেখ (২০) আত্মহত্যা করেছে। সে বেলকুচি উপজেলার তামাই বুনিয়া পাড়া গ্রামের সেরাজুল ইসলামের ছেলে এবং পেশায় একজন তাঁতশ্রমিক।
জিআরপি থানার ওসি মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে বলেন, রোববার রাতে পরিবারের সাথে অভিমান করে বাড়ি থেকে বের হয় যুবক এরশাদ। ওইদিন মধ্যরাতে ঢাকা থেকে চিত্রা এক্সপ্রেস ট্রেন খুলনা যাচ্ছিল। এ সময় উল্লেখিত স্থানে ওই যুবক ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা করে। এতে সে ঘটনাস্থলেই নিহত হয়। পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তবে তার আতœহত্যার প্রকৃত কারণ এখনও জানা যায়নি।
এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।