ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

পটিয়ায় বেড়িবাঁধের কাজ পরিদর্শন করেছেন হুইপ সামশুল

পটিয়ায় বেড়িবাঁধের কাজ পরিদর্শন করেছেন হুইপ সামশুল

পটিয়া উপজেলার কোলাগাঁও, হাবিলাসদ্বীপ, ধলঘাট ইউনিয়নে চলমান বেড়িবাঁধের নির্মাণ কাজ পরিদর্শন করেছেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি। সোমবার (১৫ মে) বিকেলে তিনি এসব এলাকা পরিদর্শন করেন।

তিনি সাংবাদিকদের বলেন, একসময় এসব অঞ্চলে বর্ষায় জলাবদ্ধতা সৃষ্টি হত। মানুষের বসতঘরে জোয়ারের পানি ঢুকে যেত। জোয়ারের পানিতে চাষাবাদ ব্যাহত হত। এ বেড়িবাঁধের নির্মাণ কাজ শেষ হলে ২ হাজার হেক্টর অতিরিক্ত ধানি জমি চাষাবাদের আওতায় আসবে। এর ফলে অতীতের চেয়ে আরো ২ গুন বেশি চাষাবাদ হবে এসব অঞ্চলে।

পরিদর্শনকালে হুইপের সাথে ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য দেবব্রত দাশ, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী অপু দেব, উপ-সহকারী প্রকৌশলী ধীমান কৃষ্ণ চৌধুরী, কোলাগাঁও ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক চৌধুরী, পটিয়া উপজেলা আ’লীগ নেতা আবু সালেহ চৌধুরী, এম এজাজ চৌধুরী, উপজেলা শ্রমিকলীগ সভাপতি শামসুল ইসলাম, আ’লীগ নেতা মিজানুর রহমান, বদিউল আলম তুষার, উপজেলা যুবলীগ নেতা দিদারুল আলম, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বুলবুল হোসেন, মো. মহিউদ্দিন, ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান আসাদ, মো. সাদ্দাম প্রমুখ।

বেড়িবাঁধ,নির্মাণ কাজ,পরিদর্শন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত