ঢাকা ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

আ’লীগ নেতা তুহিনের অবৈধ সম্পদের প্রমাণ পায়নি দুদক

আ’লীগ নেতা তুহিনের অবৈধ সম্পদের প্রমাণ পায়নি দুদক

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ থেকে অব্যাহতি পেলেন সাভারের আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন।

মঙ্গলবার (১৬ মে) দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক মো. রেজানুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এমন সিদ্ধান্ত জানানো হয়।

আদেশে বলা হয়েছে, ‘তার বিরুদ্ধে উল্লেখিত অভিযোগটি অনুসন্ধানে প্রমাণিত না হওয়ায় দুর্নীতি দমন কমিশন কর্তৃক তা পরিসমাপ্ত করা হয়েছে।’

আওয়ামী লীগ নেতা ফারুক হাসান তুহিনের বিরুদ্ধে আনীত এই অভিযোগের অনুসন্ধান কর্মকর্তা ছিলেন দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক কমলেশ মন্ডল।

এবিষয়ে আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন বলেন, ‘আমি দেশের আইন-আদালত, সাংবিধানিক প্রতিষ্ঠান ও গণমাধ্যমের প্রতি শ্রদ্ধাশীল। দুদক যে কোন ব্যক্তির বিরুদ্ধে অনুসন্ধান ও তদন্ত করতে পারে। তবে অনুসন্ধানের শুরুতেই মিডিয়ায় সংবাদ প্রকাশ হলে সম্মানিত ব্যক্তিদের পারিবারিক, সামাজিক ও রাজনৈতিকভাবে সম্মানহানী হয়। এরপরও আমি দুদক ও আইনের প্রতি আস্থাশীল ছিলাম। অবশেষে অভিযোগটি আজ মিথ্যা প্রমাণ হল।’

আওয়ামী লীগ,দুদক,সাভার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত