পিরোজপুরে বোরো মৌসুমে ধান ও চাল সংগ্রহ শুরু 

প্রকাশ : ১৭ মে ২০২৩, ১১:৫৯ | অনলাইন সংস্করণ

  পিরোজপুর প্রতিনিধি

“শেখ হাসিনার দর্শন, কৃষকের উন্নয়ন”-এ প্রতিপাদ্যকে ধারণ করে জেলা খাদ্য অধিদপ্তর মঙ্গলবার (১৬ মে) থেকে সরকার নির্ধারিত রেটে মোবাইল অ্যাপসের মাধ্যমে নির্দিষ্ট কার্ডধারি কৃষকের কাছ থেকে ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু করেছে। 

এ উপলক্ষ্যে পিরোজপুর সদর এলএসডির (খাদ্য গুদাম) সামনে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ/২০২৩ এর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক আমীনুল ইসলাম। 

জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ জাকির হোসেন জানান, এ মৌসুমে জেলার ৭টি উপজেলা থেকে প্রতি কেজি ধান ৩০ টাকা হারে মোট ৩ হাজার ৬’শ ৫৩ মেট্রিক টন এবং চাল ৪৪ টাকা হারে মোট ৫ হাজার, ৮’শ ২৮ মেট্রিক টন ক্রয় করা হবে। ধান ও চাল সংগ্রহ অভিযান চলবে আগামী ৩১ আগষ্ট পর্যন্ত। 

এসময় গণমাধ্যমকর্মীসহ খাদ্য বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।