সুবর্ণচরে সড়ক সংস্কার ও বাস চালুর দাবিতে রাস্তায় মানববন্ধন 

প্রকাশ : ১৭ মে ২০২৩, ২০:৫২ | অনলাইন সংস্করণ

  ইউনুছ শিকদার (সুবর্ণচর) নোয়াখালী

সুবর্ণচরে সোনাপুর টু আক্তার মিয়ার হাট সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা৷

বুধবার (১৭ মে) সকালে ডেসটিনি কলেজ ও মোহাম্মদপুর যুব সংগঠনের আয়োজনে সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের এছহাক মুন্সির হাটের পাশে ডেসটিনি কলেজের সামনে কর্মসূচি পালন করা হয়।  

এসময় মোহাম্মদপুর যুব সংগঠনের সভাপতি মো. সালাহ উদ্দিন শরীফের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ডেসটিনি কলেজের ছাত্রনেতা  মো. রুবেল চৌধুরী, যুব সংগঠনের সদস্য তারেক আজিজ, নোমান, মোস্তফা স্যার, হুমায়েরা, তানজিনা, শাহেনুরসহ ডেসটিনি কলেজের শিক্ষার্থীরা ৷

শিক্ষার্থীরা এসময় সোনাপুর টু আক্তার মিয়ার হাট সড়কের বেহাল দশার কারণে সৃষ্ট সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও এ সড়কে অনতিবিলম্বে বাস চলাচল চালু করার জোর দাবি জানান। এ লক্কর-জক্কর সড়কটি সংস্কারের দাবি করেন মনববন্ধনে উপস্থিত শিক্ষার্থীরা। যদি এই ভাঙ্গা  সড়কটি দ্রুত সংস্কার না করা হয় তাহলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা। পরে মানববন্ধন শেষে সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা।