ঢাকা ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ইউপি চেয়ারম্যানকে বরখাস্তের দাবি 

সিরাজগঞ্জে ইউপি চেয়ারম্যানকে বরখাস্তের দাবি 

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৩ নং ধুবিল ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান তালুকদারের বরখাস্তের দাবি জানিয়েছেন ইউপি সদস্যরা। বুধবার (১৭ মে) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তি কনা মন্ডলের কার্যালয়ে ওই পরিষদের ৮ জন ইউপি সদস্য স্বাক্ষরিত অভিযোগ পত্রের মাধ্যমে এ বরখাস্তের দাবি জানানো হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ইউপি সদস্যদের স্বাক্ষর জালিয়াতি, সাদা অলিখিত চেকে স্বাক্ষর এবং সদস্যদের না জানিয়ে ভুয়া সভা দেখিয়ে দীর্ঘদিন ধরে সরকারি বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ করে আসছেন তিনি। এর আগে গত ১৬ এপ্রিল তার এ সকল কার্যকলাপ বন্ধের দাবিতে ইউএনও বরাবর লিখিত অভিযোগ করলে চেয়ারম্যানের নিজস্ব অনুগত বহিরাগত লোকজন দিয়ে নানা রকম ভয়-ভীতি প্রদর্শন করা হয়। এ কারণে আবারো ইউএনও বরাবর ওই চেয়ারম্যানের বরখাস্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত দাবি করেছেন।

উপজেলা নির্বাহী অফিসার এ বিষয়ে অভিযোগ পেয়েছেন বলে সাংবাদিকদের কাছে স্বীকার করেন।

চেয়ারম্যান,বরখাস্ত,দাবি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত