বরগুনায় মজুতকৃত ভিজিএফের চাল উদ্ধার, এতিম-দু:স্থদের মাঝে বিতরণ

প্রকাশ : ১৮ মে ২০২৩, ১২:৪১ | অনলাইন সংস্করণ

  বরগুনা জেলা প্রতিনিধি

বরগুনার বেতাগীতে স্থানীয় জনপ্রতিনিধিদের যোগসাজশে একটি বাড়িতে অবৈধভাবে মজুতকৃত জেলেদের মাঝে বিতরণ করতে দেয়া দুই লাখ টাকার ১০০ বস্তা ভিজিএফের চাল উদ্ধার করে আদালতের নির্দেশে ওই চাল গরীব, দুস্থ ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।

বুধবার (১৭ মে) বিকালে বরগুনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্ত্বরে এ চাল বিতরণ করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাসেল মজুমদার, মো. নাহিদ হোসেন, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) এডভোকেট সঞ্জীব দাস, কোর্ট ইন্সপেক্টর বশিরুল আলম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাফর হোসেন হাওলাদার প্রমুখ।

জব্দকৃত ১০০ বস্তা চাল থেকে আট কেজি করে মোট ৩৬২ জনকে ২ হাজার ৮৯৬ কেজি চাল বিতরণ করা হয়।