ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

গফরগাঁওয়ে ৩৬৬ জন মেধাবী শিক্ষার্থী পেল ট্যাবলেট পিসি

গফরগাঁওয়ে ৩৬৬ জন মেধাবী শিক্ষার্থী পেল ট্যাবলেট পিসি

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ৬১টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ৩৬৬ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে ট্যাবলেট পিসি (ট্যাব) বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে শিক্ষার্থীদের হাতে ট্যাব তুলে দেন স্থানীয় তরুণ এমপি ফাহমী গোলন্দাজ বাবেল।

ট্যাব বিতরণী অনুষ্ঠানে ইউএনও মো. আবিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি ফাহমী গোলন্দাজ বাবেল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক মো. আবুল কাশেম, পাগলা থানার ওসি রাজু আহাম্মদ, গফরগাঁও থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম ভূইয়া প্রমুখ।

ট্যাব বিতরণকালে প্রধান অতিথি এমপি ফাহমী গোলন্দাজ বাবেল স্মার্ট ও ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে মেধাবী শিক্ষার্থীদের সর্বোচ্চ ভূমিকা পালনের আহব্বান জানান।

শিক্ষার্থী,ট্যাব,বিতরণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত