ঢাকা ০৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ছুরিকাঘাতে বৃদ্ধাকে হত্যা করেছে দূর্বৃত্তরা

সিরাজগঞ্জে ছুরিকাঘাতে বৃদ্ধাকে হত্যা করেছে দূর্বৃত্তরা

সিরাজগঞ্জ সদর উপজেলার মহিষামুরা গ্রামে বৃদ্ধা গোলাপী বেগমকে (৬০) ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি মহিষামুরা গ্রামের বাহেজ খন্দকারের স্ত্রী। সদর থানার ওসি হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, বুধবার (১৭ মে) রাতে গোলাপী বেগমকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৮ মে) সকালে তার ঘরের মধ্যে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। তবে এ হত্যাকান্ডের রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

বৃদ্ধা,ছুরিকাঘাত,হত্যা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত