ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

পটুয়াখালীতে শুরু হচ্ছে মাছ ধরার উপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা

পটুয়াখালীতে শুরু হচ্ছে মাছ ধরার উপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা

আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে ইলিশসহ সব ধরনের মাছ ধরার ৬৫ দিনের নিষেধাজ্ঞা। সামুদ্রিক মাছের বাঁধাহীন প্রজনন ও সংরক্ষণে ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত এ নিষেধাজ্ঞা আরোপ করেছে মৎস্য বিভাগ।

ইতিমধ্যে বৃহৎ মৎস্য বন্দর খ্যাত মহিপুরের পোতাশ্রয় শিববাড়িয়া নদীতে আশ্রয় নিয়েছে সহস্রাধিক মাছ ধরার ট্রলার। বছর জুড়ে ইলিশের আকাল, ঘূর্ণিঝড় মোখায় এক সপ্তাহ অলস সময় পার এবং তার উপর মৎস্য বিভাগের এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছে জেলেসহ ব্যবসায়ীরা। এছাড়া নিষিদ্ধকালীন সময়ে ভারতীয় জেলেদের আগ্রাসন বন্ধ এবং অপ্রতুল খাদ্য সহায়তা বৃদ্ধির দাবী জানিয়েছেন তারা।

তবে অবরোধকালীন সময়ে জেলার প্রায় ৪৯ হাজার নিবন্ধিত জেলেকে ৮৬ কেজি করে চাল প্রদান করা হবে বলে জানিয়েছে জেলা মৎস্য বিভাগ।

ইলিশ,মাছ,নিষেধাজ্ঞা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত