ঢাকা ০৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

এমপি’র ছেলে ও ভাগ্নে চাকুরি পেলেন লন্ডনের হাসপাতালে

এমপি’র ছেলে ও ভাগ্নে চাকুরি পেলেন লন্ডনের হাসপাতালে

সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের এমপি অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না’র বড় ছেলে ডা. মোহাম্মদ শাহরিয়ান মিল্লাত ও এমপির বোনের ছেলে ডা. শাহতা-জারাব সালতানাত লন্ডনের প্রখ্যাত ব্রুমফিল্ড হাসপাতালের ট্রমা অ্যান্ড অর্থপেডিক্স বিভাগে চাকুরি লাভ করেছেন।

অধ্যাপক ডা. মিল্লাত এমপি তার ফেসবুক প্রোফাইলের এক পোস্টের মাধ্যমে সকলের কাছে তাদের জন্য দোয়া কামনা করেছেন। এ সংবাদের পর এমপির নির্বাচনী এলাকার জনগণের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে এবং তাদের জন্য দোয়াও করছেন।

উল্লেখ্য, ডা. শাহরিয়ান ও ডা. সালতানাত সিরাজগঞ্জের প্রথিতযশা চিকিৎসক ও সমাজসেবক ডা. ছানাউল্লাহ আনছারী’র নাতী। এমপি’র পরিবারে ছেলে, ভগ্নিপতি, ভাগ্নে-ভাগ্নীসহ ১০জন চিকিৎসক রয়েছেন। এদিকে এমপির ছেলে ও ভাগ্নে লন্ডনের ওই হাসপাতালে চাকুরি পাওয়ায় সিরাজগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে দোয়া ও অভিনন্দন জানানো হয়েছে।

সিরাজগঞ্জ,এমপি,চাকুরি লাভ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত