ঢাকা ০৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় আহবায়ক কমিটি গঠন 

সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় আহবায়ক কমিটি গঠন 

ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ মে) দুপুরের দিকে প্রেসক্লাব হলরুমে প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সাধারণ সভায় উপস্থিত সকল সদস্যদের সুচিন্তিত মতামতের ভিত্তিতে প্রবীণ সাংবাদিক আব্দুল কুদ্দুসকে আহবায়ক করে নুরুল ইসলাম বাবু ও আব্দুল হামিদ খান হীরাকে সদস্য করে ৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। সাধারণ সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ আব্দুস সামাদ তালুকদার, সহঃসভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. বিমল কুমার দাস ও পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা নির্বাচন পর্যবেক্ষক হিসাবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

গঠিত আহবায়ক কমিটি সিরাজগঞ্জ প্রেসক্লাবের গঠণতন্ত্র মোতাবেক (দ্বি-বার্ষিক) নির্বাচন করতে সকল প্রক্রিয়া সম্পন্ন করবেন। সাধারণ সভায় প্রেসক্লাবের মোট সদস্যদের ২ তৃতীয়াংশের বেশি বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রেসক্লাবের দীর্ঘদিনের জটিলতা নিরসনে জেলা আ’লীগের নেতৃবৃন্দ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সমন্বয়ে বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাব,কমিটি,গঠন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত