ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ মে) দুপুরের দিকে প্রেসক্লাব হলরুমে প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সাধারণ সভায় উপস্থিত সকল সদস্যদের সুচিন্তিত মতামতের ভিত্তিতে প্রবীণ সাংবাদিক আব্দুল কুদ্দুসকে আহবায়ক করে নুরুল ইসলাম বাবু ও আব্দুল হামিদ খান হীরাকে সদস্য করে ৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। সাধারণ সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ আব্দুস সামাদ তালুকদার, সহঃসভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. বিমল কুমার দাস ও পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা নির্বাচন পর্যবেক্ষক হিসাবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
গঠিত আহবায়ক কমিটি সিরাজগঞ্জ প্রেসক্লাবের গঠণতন্ত্র মোতাবেক (দ্বি-বার্ষিক) নির্বাচন করতে সকল প্রক্রিয়া সম্পন্ন করবেন। সাধারণ সভায় প্রেসক্লাবের মোট সদস্যদের ২ তৃতীয়াংশের বেশি বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রেসক্লাবের দীর্ঘদিনের জটিলতা নিরসনে জেলা আ’লীগের নেতৃবৃন্দ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সমন্বয়ে বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।