দেশব্যাপী বিএনপির সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে পাবনায় আওয়ামী লীগ শান্তি সমাবেশ করেছে। শনিবার (২০ মে) দুপুরে শহরের আব্দুল হামিদ সড়কে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত শান্তি সমাবেশে বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি মোহম্মদ রেজাউল রহিম লালের সভাপতিত্বে শান্তি সমাবেশে বক্তব্য রাখেন, পাবনা পৌরসভার মেয়র শরিফ উদ্দিন প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান মিন্টু, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, প্রচার সম্পাদক সরদার মিঠু আহমেদ, অর্থ সম্পাদক লিয়াকত আলী তালুকদার, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান সুইট, তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট তৌফিক ইমাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মামুন, জেলা সদস্য রফিকুল ইসলাম রুমন, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুন্নাহার রেখা, শ্রমিক লীগের সভাপতি ফুরকান আলী, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সাহা, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খন্দকার আহমেদ শরীফ ডাবলু, যুবলীগের যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিক, ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ, সাধারণ সম্পাদক মীর রাব্বিউল ইসলাম সীমান্ত প্রমুখ।
বক্তারা বলেন, সরকারের উন্নয়ন অগ্রযাত্রা নিয়ে বিএনপি অসত্য তথ্য তুলে ধরে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে। জনগণকে সাথে নিয়ে সকল অপপ্রচার মিথ্যাচার বন্ধ করতে এবং সকল ষড়যন্ত্রকে রুখতে রাজপথে সক্রিয় থাকবে আওয়ামী লীগ নেতাকর্মীরা। সেই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও শান্তির বার্তা ছড়িয়ে দিতে হবে।