হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল মাছের আড়ৎ এলাকায় সড়ক দূর্ঘটনায় সার্ভেয়ার খোকন (৩০) নিহত হয়েছে। সে শাহজাদপুর উপজেলার বাসিন্দা। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি বদরুল কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, উক্ত মাছ আরৎ এলাকায় মহাসড়কের পাশেই মাটি ভরাটের কাজ চলছিল। সেখানে সার্ভেয়ারের দ্বায়িত্ব পালন করছিল খোকন। শুক্রবার রাতে মহাসড়ক পারাপারের সময় অজ্ঞাত কোনো একটি যানবাহন তাকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থালেই নিহত হয়। পুলিশ ঘটনাস্থালে গিয়ে তার লাশ উদ্ধার করে এবং কোন অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।