ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বরিশালে পথশিশুর লাশ উদ্ধার

বরিশালে পথশিশুর লাশ উদ্ধার

বরিশাল নদীবন্দরের টার্মিনাল থেকে কীর্তনখোলা নদীতে পরে নিখোঁজ পথশিশু সাথী আক্তারের (১২) লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ মে) সকালে টার্মিনালের পাশে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল সদর নৌ থানার ওসি আবদুর রাজ্জাক। এর আগে বৃহস্পতিবার (১৮ মে) বিকেল সাড়ে ৫টার দিকে সাথী নিখোঁজ হয়।

নিহত সাথীর মা কয়েক বছর আগে মারা যাওয়ায় শিশুটি বরিশাল নদী বন্দরে থাকত। তার সৎ পিতা মো. বশির ঢাকায় বাস করেন।

ওসি আবদুর রাজ্জাক জানান, লাশ উদ্ধার করে তার পিতা বশিরকে জানালে তিনি লাশ গ্রহণে অপারগতা প্রকাশ করেন। তিনি এসে যদি লাশ গ্রহণ না করেন তাহলে স্বেচ্ছাসেবী সংগঠন আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হবে। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, চাঁদনী, সাথী, আসলাম ও জনি পল্টনের পাশে বসে ছিল। হঠাৎ করে দুষ্টুমির ছলে নাইম (১৩) পিছন থেকে এসে সাথী ও আসলামকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেয়। আসলাম সাঁতরে উঠে আসে। কিন্তু সাথী সাঁতার না জানায় নিখোঁজ হয়। নদীতে ঝাঁপ দিয়ে তাকে বাঁচাবার চেষ্টা করেও সম্ভব হয়নি। এরপর ফায়ার সার্ভিসের একটি দল শিশুকে উদ্ধারে চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়।

পথশিশু,লাশ,উদ্ধার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত