কৃষকের ছেলে এমপি-মন্ত্রী হলে এলাকায় উন্নয়ন হয়: মুজিবুল হক এমপি

প্রকাশ : ২১ মে ২০২৩, ১৭:১৯ | অনলাইন সংস্করণ

  চৌদ্দগ্রাম প্রতিনিধি

সাবেক রেলমন্ত্রী কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক এমপি বলেন, এ চৌদ্দগ্রাম এক সময়ে ছিল অবহেলিত। এখানে মন্ত্রী ছিলেন কাজী জাফর, এমপি ছিলেন আবদুল্লাহ তাহের। কিন্তু একটাকার উন্নয়ন হয়নি। আমি এমপি মন্ত্রী হওয়ার পর এ কালিকাপুরসহ সমস্ত চৌদ্দগ্রামের সকল রাস্তাঘাট, স্কুল-কলেজের ভবন, মসজিদ মক্তবের উন্নয়ন করেছি। মানুষ নির্বাচনে ভোট দেয় এলাকার কাজ উন্নয়নের আশা করে। আগের এমপি মন্ত্রীরা তা করেন নাই। আমি কিন্তু তাদের মত বেঈমানী করি নাই। আমি আপনাদের পাশে ছিলাম এবং উন্নয়ন করেছি। 

তিনি উপস্থিত সকলকে উদ্দেশ্য করে বলেন, নেত্রী যদি আমাকে নমিনিশন দেন আর আপনারা যদি আমাকে ভোট দেন তাহলে আমি বিগত সময়ের মত আপনাদের পাশে থেকেই চৌদ্দগ্রাম কে সাজাবো। আমি কৃষকের ছেলে আমি দেমাগ দেখাইনা। এ এলাকার অধিকাংশ মানুষ কৃষক। আর আমিও কৃষকের সন্তান। কৃষকের ছেলে এমপি হলে মানুষ ঠকেনা। আপনাদের পাশে ছিলাম, থাকবো ইনশাল্লাহ।

চৌদ্দগ্রাম উপজেলা কালিকাপুর ইউনিয়ন আওয়ামী গীগের প্রতিনিধি সভা শনিবার (২০ মে) বিকালে উপজেলা কালিকাপুর ধর্মপুর নাজিম আলী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আ'লীগের সভাপতি সালা উদ্দিনের মজুমদার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আ'লীগের সহঃসভাপতি ও পৌর মেয়র জি এম মীর হেসেন মীরু, সাধারন সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লা বাবুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, কৃদ্রিয় স্বেচ্চাসেবকলীগের উপদেষ্টা আবু তাহেন, উপজেলা আ'লীগের সহঃসভাপতি আকতার হোসেন পাটোয়ারী, এছাক খান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জি এম জাহিদ হোসেন টিপু, বীর মুক্তিযোদ্দা আবুল হাসেম, উপজেলা আ'লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবু নন্দন চৌধুরী, জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক কামরুল আলম মুরাদ, কামরুল আলম মোল্লা, ইউপি চেয়ারম্যান সৈয়দ আহমদ খোকন, ভিপি মাহবুব হোসেন মজুমদার, মোশাররফ হোসেন, মাহাফুজ আলম, নাইমুর রহমান মজুমদার মাসুম, কাজি ফখরুল আলম ফরহাদ, জাফর ইকবাল, একে খোকন, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক জসিম উদ্দিন সদ্দার, পৌরসভা আ'লীগের সাধারন সম্পাদক জাকির হোসেন পাটোয়ারী, উপজেলা যুবলীগ নেতা ইমাম হোসেন পাটোয়ারী এনাম, পৌরসভা যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম পাটোয়ারী, সাধারন সম্পাদক ফারুক আহমমদ খানঁ সামিম, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আরস মজুমদার, জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক লোকমকন হোসেন রুবেল, উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌফিকুল ইসলাম সবুজ, ঘোলপাশা ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুম বিল্লাহ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সরদার প্রমুখ ।