কক্সবাজারে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
প্রকাশ : ২১ মে ২০২৩, ১৭:৩০ | অনলাইন সংস্করণ
কক্সবাজার প্রতিনিধি
বিশ্ব পরিবেশ দিবস ২০২৩ উপলক্ষে পরিবেশ অধিদপ্তর, কক্সবাজার এর পক্ষ থেকে চিত্রাঙ্কন প্রতিযোগিতার সম্পন্ন হয়েছে। শনিবার (২০ মে) কক্সবাজার শিল্পকলা একাডেমীতে এর আয়োজন করা হয়। চিত্রাংকন প্রতিযোগিতায় বিভিন্ন স্কুলের ৯০-১০০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মুহম্মদ হাফিজুর রহমান, সহকারী পরিচালক, সাইফুল ইসলাম ও পরিদর্শক মুসাইব ইবনে রহমানসহ সকল কর্মচারীগণ।
পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, আগামী ৫ জুন, ২০২৩ বিশ্ব পরিবেশ দিবসের আলোচনা সভা শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
প্রসঙ্গত, জেলা কালচারাল অফিসার সুদীপ্তা চক্রবর্তীসহ ৪ জন বিচারক উক্ত চিত্রাংকন প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন।