ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নারায়ণগঞ্জে ভুয়া ডাক্তারকে এক বছরের সাজা

ডায়াগণস্টিক সেন্টার সিলগালা
নারায়ণগঞ্জে ভুয়া ডাক্তারকে এক বছরের সাজা

নারায়ণগঞ্জ শহরের একটি ডায়াগণস্টিক সেন্টারে অভিযান চালিয়ে একজন ভুয়া এমবিবিএস ডাক্তারকে আটক করে এক বছরের সাজা দিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

রোববার ২১ মে দুপুর ২টায় শহরের ৪নং ডিআইটি সুপার ডায়াগণস্টিক সেন্টারে গোয়েন্দা সূত্রে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

এ সময় ডায়াগণস্টিক সেন্টারের কনসালটেন্ট সনোলোজিস্ট (এমবিবিএস) ডাক্তার মোস্তফা মিজানুর রহমানকে আটক করে। পরে তার কাগজপত্র চ্যালেঞ্জ করলে এমবিবিএস এর কাগজপত্র দেখা পারেনি। এরপর ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত আরা খানম আইন অনুযায়ী বিনাশ্রম এক বছরের সাজা দেন এবং সুপার ডায়াগণেস্টিক সেন্টার প্রতিষ্ঠানকে সিলগালা করার নির্দেশ দেয়।

ম্যাজিস্ট্রেট নুশরাত আরা খানম জানান, শহরের মধ্যে সুপার ডায়াগণস্টিক সেন্টারে কোন কাগজপত্র যাচাই ছাড়া আলট্রাসনোগ্রাম বিভাগে নিয়োগ দেয় কর্তৃপক্ষ। আটককৃত মিজানুর রহমান নিজেকে ভুয়া ডাক্তার হিসেবে স্বীকার করেন।

এদিকে ডায়াগণস্টিক সেন্টার মালিকদের অসহযোগিতা ও ডাক্তার নিয়োগে কোন কাগজপত্র দেখা না পারায় ডায়াগণস্টিক সেন্টারকে সিলগালা করা হয়।

নারায়ণগঞ্জ,ডায়াগণস্টিক,আদালত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত