ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সাভারে কলেজছাত্র হৃদয় হত্যার ঘাতকদের ফাঁসি দাবি

সাভারে কলেজছাত্র হৃদয় হত্যার ঘাতকদের ফাঁসি দাবি

সাভারের আশুলিয়ায় অপহরণের পর কলেজ শিক্ষার্থী ফারাবী আহমেদ হৃদয়কে হত্যার প্রতিবাদ ও ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। রোববার দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজের সামনে কর্মসূচী পালন করেন তারা।

মানববন্ধন থেকে বলা হয়, গত ৮ মে আশুলিয়ার জামগড়া এলাকার জাবি স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ফারাবী আহমেদ হৃদয়কে তার চার বন্ধু অপহরণ করে পঞ্চাশ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। সেই মুক্তিপণ না পেয়ে নির্মমভাবে তাকে হত্যার পর মহদেহ বস্তায় ভরে আশুলিয়ার শ্রীপুরে একটি ডোবার মধ্যে ফেলে রাখে। নিখোঁজের পর পরিবার আশুলিয়া থানায় অভিযোগ দায়ের করলেও ব্যবস্থা নেয়নি পুলিশ। পরে উন্নত প্রযুক্তির সাহায্যে গেল ১৮ মে অপহরণকারীদের গ্রেপ্তার করে নিহতের মরদেহ উদ্ধার করে র‌্যাব-৪। মর্মান্তিক এই হত্যাকান্ডে জড়িতদের অবিলম্বে কঠোর বিচার ও ফাঁসি দাবি করা হয় মানববন্ধন থেকে। মানববন্ধনে নিহতের পরিবার, তার সহপাঠী শিক্ষার্থী, কজেলের শিক্ষক ছাড়াও স্থানীয় এলাকাবাসী অংশগ্রহণ করেন। পরে ঘাতকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

সাভার,শিক্ষার্থী,হত্যা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত