মুন্সীগঞ্জে ৩ কোটি মিটার কারেন্টজাল জব্দ, কারখানা মালিক পলাতক
প্রকাশ : ২২ মে ২০২৩, ১২:১৪ | অনলাইন সংস্করণ
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জ সদরে নৌপুলিশের অভিযানে বিএনপি নেতা মহিউদ্দিন আহমেদের মালিকানাধীন কারখানা থেকে ৩ কোটি ১১ লাখ কারেন্টজালসহ নিষিদ্ধ চায়না জাল জব্দ করা হয়েছে। রবিবার (২১ মে) দুপুরে উপজেলার মুক্তারপুর গোসাইবাগ এলাকায় অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়।
উদ্ধারকৃত এসব জালের বাজার মূল্য ১০ লাখ টাকা বলে জানিয়েছে নৌপুলিশ। এদিকে, অভিযানের সময় থেকে পলাতক রয়েছে বিএনপি নেতা মহিউদ্দিন আহমেদ। তিনি সদর উপজেলা বিএনপির আহ্বায়ক এবং জেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হাই এর সহোদর।
মুক্তারপুর নৌপুলিশের ইনচার্জ আব্দুস সোবহান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহিউদ্দিন আহমেদের জাল তৈরির কারখানায় অভিযান চালানো হয়। দুপুর সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত অভিযানে ১ হাজার ৭০ কেজি কারেন্ট জাল ও ১৯ টি নিষিদ্ধ চায়না চাই জাল উদ্ধার করা হয়। মিটারের হিসাবে কারেন্ট জালের পরিমাণ ৩ কোটি ১১ লাখ মিটার। অভিযানের সময় মহিউদ্দিন কৌশলে পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা যায়নি। এবিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।