ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

চাঁদপুরে দেড় হাজার কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ

চাঁদপুরে দেড় হাজার কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ

চাঁদপুর নৌ-সীমানার মেঘনা নদীর মোহনা এলাকায় চাঁদপুর কোস্টগার্ড অভিযান চালিয়ে ট্রলারে তল্লাশি করে এক হাজার ৫০০ কেজি (সাড়ে ৩৭ মণ) বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি জব্দ করেছে।

রোববার (২১ মে) বিকেলে জব্দ করা চিংড়ি কোস্টগার্ড চাঁদপুর স্টেশন এলাকায় মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়। সন্ধ্যায় এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান।

কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ২টার দিকে মেঘনা নদীর মোহনা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি ট্রলার তল্লাশি করে এক হাজার ৫০০ কেজি বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি পাওয়া যায়। এ সব বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি তখনই জব্দ করা হয়। এ সময় চিংড়ির প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কর্মকর্তারা।

এ অভিযানকালে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম।

অভিযান,চিংড়ি,জব্দ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত