চৌদ্দগ্রামে অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী নিহত 

প্রকাশ : ২২ মে ২০২৩, ১৫:৫৫ | অনলাইন সংস্করণ

  চৌদ্দগ্রাম প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে অজ্ঞাত গাড়ির চাপায় আইনুল হাকিম (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সে রাজধানী উত্তরা এলাকার আবদুল হাকীমের ছেলে। সোমবার (২২মে) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার নোয়াবাজার ফুড ভিলেজ হোটেলের সামনে চট্রগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছে মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ এস এম লোকমান হোসেন।

তিনি বলেন, সোমবার ভোর আনুমানিক ৪ টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে উপজেলার কালিকাপুর ইউনিয়নের নোয়াবাজার ফুড ভিলেজের সামনে অজ্ঞাত একটি গাড়ি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের পেছনে থাকা আইনুল মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কে পড়ে যায়। পিছন থেকে আসা অজ্ঞাত একটি গাড়ি চাপা দিলে আইনুল ঘটনাস্থলে মারা যায়। 

জানা গেছে, তারা বেড়ানোর উদ্দেশ্যে ঢাকা থেকে চট্রগ্রাম যাচ্ছিল। আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।