ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি

নেত্রকোনায় আ. লীগের বিক্ষোভ, বিএনপি কার্যালয়ে আগুন

নেত্রকোনায় আ. লীগের বিক্ষোভ, বিএনপি কার্যালয়ে আগুন

আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সোমবার (২২ মে) বিকেলের দিকে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। এক পর্যায়ে বিএনপি কার্যালয়ের আসবাবপত্রত্রে আগুন ধরিয়ে দেওয়া হয়।

জানা যায়, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়া হয়। এর প্রতিবাদে নেত্রকোণা জেলা সদরসহ দশ উপজেলা বিক্ষোভ মিছিল করে আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠণ।

এ দিকে, দলীয় প্রধানকে হত্যার হুমকির ঘটনায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামসুর রহমান লিটন বাদী হয়ে আদালতে একটি মামলার আবেদন করেছেন। বিকেলে আবেদনের শুনানী অনুষ্ঠিত হবে বলে জানা যায়।

জেলা আওয়ামী লীগ সূত্র জানায়, শহরের ছোট বাজার দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুর রহমান লিটন, আওয়ামী লীগ নেতা অধ্যাপক ভজন সরকারসহ সংগঠনের নেতাকর্মীরা।

জেলা বিএনপি’র আহ্বায়ক ডা. আনোয়ারুল হক জানান, আওয়ামী লীগের দলীয় শ্লোগান দিয়ে কিছু নেতাকর্মী বিএনপি অফিসের তালা ভেঙে ভেতরের আসবাবপত্র বের করে আগুন ধরিয়ে দেয়। পরে তারা বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ড. আরিফা জেসমিনের বাসা ভাঙচুর চালায়।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুর রহমান লিটন বলেন, প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির ঘটনায় নেত্রকোনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছি। আদালত মামলাটি আমলে নিয়েছেন। বিকেলে শুনানি হবে। বিএনপির কার্যালয়ের আসবাবপত্রে আমাদের কেউ আগুণ দেয় নাই।

নেত্রকোনা,আওয়ামী লীগ,প্রধানমন্ত্রী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত