কারখানার বর্জ্যে সিরাজগঞ্জের নদীতে ভেসে উঠছে মরা মাছ

প্রকাশ : ২২ মে ২০২৩, ২০:১১ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ফুলজোড় নদীতে বিষাক্ত বর্জ্যে বিভিন্ন প্রজাতির মরা মাছ ভেসে উঠছে। এসব মাছ ধরতে নদীর উভয় পাড়ে বিভিন্ন বয়সের বহু নারী ও পুরুষ ভীড় জমাচ্ছে। স্থানীয় প্রশাসন এখনও ব্যবস্থা নিচ্ছে না।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সিরাজগঞ্জের সীমান্তবর্তী এলাকার বগুড়ার শেরপুর উপজেলার দুটি শিল্পকারখানার বর্জ্য ওই নদীতে ফেলা হচ্ছে দীর্ঘদিন ধরে। এ কারনে ওই নদীর বিভিন্ন অংশের পানি দূষিত হয়ে উঠছে। এতে কয়েকদিন ধরে ওই নদীর সিরাজগঞ্জের চান্দাইকোনা এলাকামসহ বিভিন্ন স্থানে মাছসহ ব্যাঙ, কুঁচে, কাঁকড়া, শামুক-ঝিনুকসহ জলজ প্রাণী মরে যাচ্ছে। ওই কারখানা দুটির বর্জ্য ন দীতে না ফেলার দাবীতে সম্প্রতি স্থানীয়রা মানববন্ধনও করেছিল।  এ প্রতিবাদ ও মানববন্ধন করেও বর্জ্য ফেলা বন্ধ হয়নি এখনও। এমনকি এ বর্জ্যের কারণে বদলে গেছে নদীর পানির রং।

এ বিষয়ে বাপার সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি দীপক কুমার কর সাংবাদিকদের বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে স্থায়ী প্রতিকারের অনুরোধ জানিয়ে নদীদ‚ষণ, জলজ জীববৈচিত্র্য ও পরিবেশ বিনষ্টকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী জানানো হয়েছে।  

পৌর মেয়র আবদুল্লাহ আল পাঠান বলেন, কয়েক বছর ধরে ফুলজোড় নদীর পানি দ‚ষণের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও তারা কোন ব্যবস্থা নেয়নি। এ কারখানার দূষিত বর্জ্যে নদীর মাছ এখন মরে যাচ্ছে।

রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তি কণা মন্ডল আলোকিত বাংলাদেশকে বলেন, ওই কারখানা দুটি বর্জ্যে ফুলজোড় নদীর সিরাজগঞ্জের চান্দাইকোনা এলাকাসহ বিভিন্ন স্থানে মাছ মারা যাচ্ছে। কারখানা দুটি পাশ্ববর্তী বগুড়া এলাকায় হওয়ায় আইনগত এখন কোন ব্যবস্থা নেয়া যাচ্ছেনা। তবে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মহোদয়কে এ বিষয় জানানো হয়েছে এবং দ্রæত ব্যবস্থা নেয়া হতে পারে বলে তিনি উল্লেখ করেন।