কউকের বিল্ডিং কনস্ট্রাকশন কমিটির সভায়  ৯৫টি ভবনের নকশা অনুমোদন

প্রকাশ : ২২ মে ২০২৩, ২২:১৫ | অনলাইন সংস্করণ

  কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) এর বিল্ডিং কনস্ট্রাকশন কমিটির ৩৬ তম সভা ২১-২২মে, ২০২৩ তারিখ কউক সভাকক্ষে অনুষ্ঠিত হয়। 

উক্ত সভায় সভাপতিত্ব করেন বিল্ডিং কনষ্ট্রাকশন কমিটির সভাপতি ও কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর মোহাম্মদ নুরুল আবছার, এনজিপি, এনডিসি, পিএসসি, বিএন (অব:)। 

সভায় ১১৩টি ইমারতের নকশা অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। 

বিস্তারিত বিচার বিশ্লেষণ শেষে ৯৫টি ইমারতের নকশা অনুমোদিত হয়;  যার মধ্যে ৬১টি ইমারতের নকশা সরাসরি ও ৩৪ টি ইমারতের নকশা শর্ত সাপেক্ষে অনুমোদন প্রদান করা হয়। বাকী ১৮টি ইমারতের নকশা ইমারত নির্মাণ আইন ১৯৫২ ও বিধিমালা ১৯৯৬ যথাযথ অনুসরণ না করায় নকশা সংশোধনপূর্বক পরবর্তী সভায় উপস্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।