ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

গাজীপুর সিটি নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে আজ মধ্যরাতে 

গাজীপুর সিটি নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে আজ মধ্যরাতে 

গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) নির্বাচন আগামী ২৫ মে। নির্বাচনের প্রচার মঙ্গলবার (২৩ মে) রাত ১২টায় শেষ হচ্ছে। এরপর থেকে কোনো ধরনের মিছিল বা প্রচার চালালে শাস্তিমূলক ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (২২ মে) ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপসচিব মো. আতিয়ার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, গাজীপুর সিটি নির্বাচনে মেয়র পদে আট জন, সাধারণ কাউন্সিলর পদে ২৩৯ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৭৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে নির্বাচনী আইন অনুযায়ী, কোনো প্রার্থী আচরণ বিধি না মানলে বিভিন্ন মেয়াদে জেল এবং জরিমানার বিধান রয়েছে।

উপসচিব মো. আতিয়ার রহমান জানান, ভোটগ্রহণ শুরুর প্রায় ৩২ ঘণ্টা পূর্বে সিটি করপোরেশন নির্বাচনে প্রচার বন্ধ করতে হয়। গাজীপুর সিটি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হবে আগামী ২৫ মে সকাল ৮টায়। এই হিসেবে মঙ্গলবার রাত ১২টায় প্রচার বন্ধ করতে হবে।

গাসিক,নির্বাচন,প্রচার,বন্ধ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত