নাটোরের বড়াইগ্রাম উপজেলার তরমুজ পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে চলন্ত মাইক্রোবাস ধাক্কা দিলে একজন নিহত হয়েছে। এসময় মাইক্রোবাসের চালকসহ অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২৩ মে) সকালে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের তরমুজ পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিপন হোসেন কুষ্ঠিয়া জেলার মিরপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
বনপাড়া হাইওয়ে থানার কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, মঙ্গলবার সকালে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের তরমুজ পাম্পের সামনে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এসময় ঢাকা থেকে কুষ্ঠিয়াগামী একটি মাইক্রোবাস পিছন দিক থেকে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে ধাক্কায়। এতে ঘটনাস্থলে মো. শিপন হোসেন নামে মাইক্রোবাসে থাকা এক যাত্রীর মৃত্যু হয়। এসময় মাইক্রোবাসের চালকসহ অন্তত তিনজন গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। নিহত যুবকের পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে।