সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৯নং ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে ওই ইউনিয়ন পরিষদের হলরুমে এ বাজেট সভা অনুষ্ঠিত হয়।
এতে ইউপি চেয়ারম্যান গোলাম ছরওয়ার লিটনের সভাপতিত্বে ২০২৩-২০২৪ অর্থ বছরের ৫ কোটি ৬৮ লাখ ৪৬ হাজার ৪৬৫ টাকা আয় এবং ৫ কোটি ৫৩ লাখ ৩০ হাজার ৪৮১ টাকা ব্যয় ও ১৫ লাখ ১৫ হাজার ৯৮৪ টাকা উদ্বৃত্ব রেখে বাজেট উপস্থাপনা করা হয়েছে। এ উপস্থাপনা করেন ইউপি সচিব হাফিজুর রহমান। বাজেট পূর্ববর্তী আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউপি সদস্য জাকির হোসেন মিঞা, শেফালী খাতুন, যুবলীগ নেতা বরকত উল্লাহ রাসেলসহ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যাক্তিসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।