ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নারায়ণগঞ্জে কিশোরীকে গণধর্ষণের মামলায় ৪ আসামীর যাবজ্জীবন

নারায়ণগঞ্জে কিশোরীকে গণধর্ষণের মামলায় ৪ আসামীর যাবজ্জীবন

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক কিশোরী (১৩) কে গণধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় ৪ জন আসামীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৩ মে) দুপুরে নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন আইন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় ঘোষণা করেন।

চার আসামির সবাই পলাতক থাকায় আসামিদের অনুপস্থিতিতেই এ রায় ঘোষণা করা হয়। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীরা হলেন- আল হোসেন (২১), আমির হোসেন (২২), ইলিয়াস হোসেন (২৩) ও ফারুক (২০)। মঙ্গলবার বিকেলে রায়ের এ বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান।

তিনি জানান, ২০০৪ সালের ৮ জুলাই রাতে ফতুল্লার পিটারীপুল রহমান ডাইংয়ের পাশে এক কিশোরীকে গণধর্ষণ করা হয়। এ ঘটনায় ১০ জুলাই ফতুল্লা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা (মামলা নং- ১৫) দায়ের করা হয়। মামলায় দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে আদালত মঙ্গলবার চার আসামীর যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন। আসামীরা সবাই পলাতক রয়েছে।

গণধর্ষণ,মামলা,যাবজ্জীবন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত