অভিলাস নেই, প্রধানমন্ত্রী দ্বায়িত্ব দিলে পালন করব: সাংসদ নাজিম 

প্রকাশ : ২৪ মে ২০২৩, ১৬:০৮ | অনলাইন সংস্করণ

  ময়মনসিংহ ব্যুরো

আমি শোষিতের রাজনীতি করি, কোন অভিলাস নেই বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস‍্য বীর মুক্তিযোদ্ধা মো: নাজিম উদ্দিন আহম্মেদ।  

সোমবার (২২ মে) রাত সাড়ে ৯টায় ময়মনসিংহ নগরীর চরপাড়া সালতানাত রেস্টুরেন্টে সাংবাদিকদের সাথে এক নৈশভোজে তিনি এই মন্তব্য করেন।  

এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে সংসদ সদস্য নাজিম উদ্দিন আরও বলেন, কিছু পাওয়ার জন‍্য রাজনীতি করি না। আমি শোষিতের রাজনীতি করি। কোন অভিলাস নেই আমার। সামনে জাতীয় সংসদ নির্বাচন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাকে দ্বায়িত্ব দেন তাহলে পালন করব। আমি গণমানুষের রাজনীতি করি। আমার ভুল হয়ে থাকলে ক্ষমা চাই, শুধরানোর সুযোগ চাই। 

এ সময় জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ছেলে তানজির আহমেদ রাজীবকে সাংবাদিকদের সাথে পরিচয় করিয়ে বলেন, এই আমার রাজনৈতিক উত্তরসূরী। হয়ত ভবিষ্যতে সেই আমার রাজনীতির হাল ধরবে। 

সংসদ সদস‍্য নাজিম উদ্দিন আয়োজিত এই নৈশভোজে আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়, সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউল করিম খোকন, প্রেসক্লাবের সাবেক সাধারণ মোশাররফ হোসেন, আব্দুল মোতালেব, বাবুল হোসেন, গোলাম মোস্তফা, শেখ মহিউদ্দিন, সিনিয়র সাংবাদিক নিয়ামুল কবীর সজল, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক ও জিয়া উদ্দিন প্রমূখ।   

ময়মনসিংহে কর্মরত প্রায় অর্ধ শতাধিক সাংবাদিক এই সংসদ সদস‍্যের নৈশভোজে অংশগ্রহণ করেন। 

এ সময় প্রবীণ এই রাজনীতিক উপস্থিত সাংবাদিকদের সাথে কুশল বিনিময় করে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী দিনে পাশে থাকার আহবান জানান।