ঢাকা ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে অ্যাম্বুলেন্স খাদে পড়ে যুবক নিহত

সিরাজগঞ্জে অ্যাম্বুলেন্স খাদে পড়ে যুবক নিহত

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পুকুরপাড়ে অ্যাম্বুলেন্স খাদে পড়ে যুবক সুমন (২২) নিহত হয়েছে। সে ওই উপজেলার মাগুড়াডাঙ্গা গ্রামের আব্দুল আলীমের ছেলে। এ ঘটনায় একজন আহত হয়েছে।

উল্লাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, মঙ্গলবার মধ্যরাতে ওই যুবক তার বাবার অ্যাম্বুলেন্স নিয়ে অপর একজনকে সাথে নিয়ে গ্রামের রাস্তায় ঘুরতে বের হন। এ সময় উল্লেখিত স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সুমন নিহত হয়। পুলিশ বুধবার সকালে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গামাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

অ্যাম্বুলেন্স,যুবক,নিহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত