মানিকগঞ্জ শহরে যানজট নিরসনে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ট্রাফিক বিভাগ। পৌরসভা কর্তৃক নিবন্ধিত ইজিবাইকের যাত্রী সেবার মান বাড়ানো ও যানজট নিরসনে দুই সিফটে ভাগ করে চলাচলের কার্যক্রম শুরু করেছে ট্রাফিক পুলিশ।
বুধবার (২৪ মে) সকাল ১১ টায় মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে এই কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান পিপিএম-বার।
এসময় জেলা শহরে চালিত ইজিবাইক লাল এবং হদুল রং দিয়ে মার্কিং করে দেয়া হয়। প্রতিদিন ভোর ৬টা থেকে ১২টা এবং দুপুর ১২টা থেকে বিকেল ৬টা পর্যন্ত পিক আওয়ারে এই নির্দেশনা মেনে ইজিবাইক চলাচল করবে। এতে এই পথের চলাচলকারী যাত্রী ও চালকরা সুফল পাবে বলে জানান পুলিশ সুপার।
এ বিষয়ে টি আই প্রশাসন কে এম মেরাজ উদ্দিন বলেন, দুই সিপ্টে কার্যক্রম শুরু হলে শহর যানজট মুক্ত হবে এবং নগরবাসী উপকৃত হবে।
এসময় মানিকগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব ইমতিয়াজ মাহবুব, কামরুল হাসান (সদর সার্কেল), সদর থানার অফিসার ইনচার্জ আব্দুর রউফ সরকারসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।