ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বজ্রযোগিনী ইউপির বাজেট সভা

বজ্রযোগিনী ইউপির বাজেট সভা

মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগনী ইউনিয়ন পরিষদে উম্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার আমাদের পরিকল্পনা আমরাই করি, স্বনির্ভর ইউনিয়ন পরিষদ গড়ি" এই স্লোগান নিয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতার লক্ষে উন্মুক্ত বাজেট সভা হয়।

বজ্রযোগিনী ইউনিয়নের জেকে উচ্চ বিদ্যালয় মাঠে এই সভায় বজ্রযোগিনী ইউনিয়ন পরিষদ সচিব রেজাউল করিম তুহিনের সঞ্চালনায় ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলামের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বজ্রযোগিনী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবিন হোসেন, সাধারণ সম্পাদক দুলাল, বজ্রযোগনী জয়কালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।

অনুষ্ঠানের প্রথম পর্বে বজ্রযোগিনী ইউনিয়নের ২০২৩-২০২৪ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন ইউনিয়ন পরিষদ সচিব রেজাউল করিম তুহিন ।

তিনি বর্তমান অর্থ বছরের জন্য বজ্রযোগনী ইউনিয়ন পরিষদের মোট ৯৫ লক্ষ ৪১ হাজার ১২০ টাকার বাজেট পেশ করেন।

এ সময় উপস্থিত ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের উপস্থিত জনতার নানা প্রশ্নের জবাব দিয়ে বলেন, ইউনিয়নটিকে একটি মডেল ও আলোকিত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর।

মুন্সীগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত